করোনাভাইরাস: বাবার দাফনেও অংশ নিতে পারলেন না পিএইচডি গবেষক

করোনাভাইরাস উপদ্রুত উহানে নিজের ছাত্রাবাসে বসে বৃহস্পতিবার বাবার সঙ্গে সর্বশেষ কথা বলেন পাকিস্তানি পিএইচডি গবেষক হাসান। তার বাবা তখন তাকে বলেন, তুমি বাড়িতে চলে আস।বাবা-ছেলের এটাই ছিল শেষ কথা। পরদিন তার অশীতিরপর বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।-খবর রয়টার্স
হুবেই প্রদেশে হাসানের মতো আরও একহাজার পাকিস্তানি শিক্ষার্থী আটকা পড়েছেন। ডিসেম্বরে একটি বন্যপ্রাণী কেনাবেচার বাজার থেকে প্রাণঘাতী করোনাভাইরাস দাবানলের মতো ছড়িয়ে পড়লে উহানকে বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘোষণা হয়েছে।
পাকিস্তান সরকার বলছে, আটকে থাকা এসব শিক্ষার্থীকে এখনই দেশে ফেরত আনা হচ্ছে না। কিন্তু হাসান বসে নেই। তিনি দেশে ফিরে আসতে বেপরোয়াভাবে চেষ্টা করে যাচ্ছেন।বাবার মৃত্যুর পর তার জানাজায় থাকতে না পারার বেদনাদায়ক পরিস্থিতির পরেও পাকিস্তানে কর্তৃপক্ষের কাছ থেকে সাংঘর্ষিক তথ্য পাচ্ছেন তিনি।
কম্পিউটার স্থাপত্যের ওপর এই পিএইচডি গবেষক বলেন, আমাকে এখন আমার পরিবারের খুব দরকার। আমার মা আমাকে দেখতে চাচ্ছেন।পারিবারিক গোপনীয় রক্ষায় নিজের নামের প্রথম অংশটিই কেবল বলছেন তিনি। নিজের এই উদ্বেগের কথা হুবেইতে আটকাপড়া অন্য পাকিস্তানিদের কাছে জানান হাসান।
তবে এই সংকট মুহূর্তে সরকারের কাছ থেকে সহায়তা আশ্বাস না পেয়ে এসব শিক্ষার্থীরা পাকিস্তান সরকারের সামালোচনাও করছেন।রোববার টুইটারে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা বলেন, চীনে অবস্থান করা প্রিয় শিক্ষার্থীরা, আমরা উচ্চ পর্যায়ে তোমাদের বিষয়ে আলোচনা করছি। এই করোনাভাইরাস বিস্তারের বিপর্যয়ের মধ্যে আমরা সঠিক সিদ্ধান্তটিই নেব।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.