জলবায়ু বাঁচাতে বড় বাজেট খুঁজছে জাতিসংঘ!
জলবায়ু পরিবর্তন রুখতে বড় আকারের বাজেট খুঁজছে জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)।সংস্থাটির প্রেসিডেন্ট গিলবার্ট হংবো বলেন, ক্ষুধা, দারিদ্র্য এবং জলবায়ু পরিবর্তনের অন্যান্য প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে কৃষি উন্নয়নে জোর দিতে হবে। এজন্য প্রয়োজন বড় ধরনের বাজেট।
সোমবার এএফপিকে তিনি বলেন, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে সদস্য দেশগুলোর কাছ থেকে ১৭০ কোটি ডলার তহবিল প্রত্যাশা করছি। গিলবার্ট আরও বলেন, বিশ্বজুড়ে ক্ষুধার্তদের সংখ্যা বাড়ছে।এজন্য তহবিল ধারাবাহিকভাবে আরও বাড়াতে হবে। জাতিসংঘ উন্নয়নশীল দেশগুলোর গ্রাম্য এলাকার দরিদ্রতা ও ক্ষুধা দূর করার লক্ষ্যে বাজেট ৫৪ শতাংশ বাড়িয়েছে।
টেলিফোন সাক্ষাৎকারে টোগোর সাবেক এ প্রধানমন্ত্রী বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন রুখতে আমাদের এ আবেদন ব্যতিক্রম।’ চলতি সপ্তাহে রোমে অনুষ্ঠিতব্য বোর্ড মিটিংয়ে এ আবেদনটি উঠবে।আইএফএডি ২০১৭ সালে সদস্য দেশগুলোর কাছে ১২০ কোটি ডলার সাহায্য চেয়েছিল। ওই বছরই সংগ্রহ করা হয়েছিল ১১০ কোটি ডলার। জি-৭ এবং নরডিক অঞ্চলের দেশগুলোই আইএফএডি’র সবচেয়ে বড় দাতা। এরপরই রয়েছে চীন, নেদারল্যান্ডস, ভারত, সৌদি আরব সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া।
২০৩০ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে দ্বিগুণ হারে সহায়তা বাড়ানোর আশা করছে আইএফএডি। গ্রামীণ এলাকার ২৫ কোটি মানুষের আয় অন্তত ২০ শতাংশ বাড়াতে সাহায্য করা লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি।উত্তর কোরিয়া অবৈধভাবে তেল, গাড়ি আমদানি করছে- জাতিসংঘ : জাতিসংঘের ধারাবাহিক নিষেধাজ্ঞা ভঙ্গ করে উত্তর কোরিয়া এখনও অবৈধভাবে বিপুল পরিমাণে তেল, বিলাসবহুল গাড়ি ও অ্যালকোহল আমদানি অব্যাহত রেখেছে।
সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়। জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণে নিয়োজিত বিশেষজ্ঞদের দেয়া ওই রিপোর্টে বলা হয়, ‘কোরিয়া (ডিপিআরকে) নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পেট্রোলিয়ম আমদানি করছে।’ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানোর লক্ষ্যে, ২০১৭ সালে পিয়ংইয়ংয়ের ওপর বেশ ক’টি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং দেশটির কয়লা, মাছ ও টেক্সটাইল সামগ্রী রফতানি সীমিত করা হয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.