মধ্যপ্রাচ্যের বীরদের সন্ত্রাসী বললে এ অঞ্চলে স্থান হবে না: জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে যারা মধ্যপ্রাচ্যের বীর সেনানীদের সন্ত্রাসী বলবে এ অঞ্চলে তাদের কোনো স্থান নেই।তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের এক সমাবেশে সোমবার বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন। খবর পার্সটুডের।
ইসলামী বিপ্লবের ৪১তম বিজয়বার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকরা প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এবং এ সময় তাদের উদ্দেশে জারিফও বক্তব্য রাখেন।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৪১ বছর ধরে অনেকে ইসলামী প্রজাতন্ত্রের পতন কামনা করে এসেছে এবং ইরানের ব্যাপারে নিজের ভুল ও অন্যায় নীতিতে অটল রয়েছে।
ইরান সম্পর্কে আংশিক বা পুরোপুরি ভুল ধারণার কারণে কিছু দেশ যে নীতি গ্রহণ করেছে, তাকে ‘ভয়ঙ্কর’ উল্লেখ করে জারিফ বলেন, মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও তার সহযোদ্ধাদের জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে আমেরিকার প্রতি মধ্যপ্রাচ্যের জনগণের মনে কী পরিমাণ ঘৃণা ও ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে।
পররাষ্ট্রমন্ত্রী জারিফ বিদেশি কূটনীতিকদের উদ্দেশে আরও বলেন, পশ্চিমা দেশগুলোকে ইরানের ব্যাপারে ভুল ধারণা থেকে সরে আসতে হবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.