যে গ্রামের সবাই কোটিপতি!

গ্রামটিতে রয়েছে বেশ কয়েকটি বড় শিল্প, যার শেয়ারহোল্ডার গ্রামবাসীরাই। সংস্থার বার্ষিক লাভের এক-পঞ্চমাংশ দেয়া হয় তাদের।গ্রামটি এত সমৃদ্ধ যে, এখানে ৭২ তলা বহুতল ভবন রয়েছে। আছে শপিংমল এবং অত্যাধুনিক থিম পার্ক। শুধু তা-ই নয়, চাইলে হেলিকপ্টার সেবাও সহজেই পাওয়া সম্ভব। গ্রামের প্রতিটি ঘরের আকার এবং নকশা একই রকমের। বাইরে থেকে দেখে মনে হবে হাজারও হোটেল সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে।
নিয়মের দিক থেকে বেশ কড়াকড়ি রয়েছে হুয়াক্সিতে। এখানে সপ্তাহে সাতদিনই কাজ করতে হয় গ্রামবাসীদের। কোনো ছুটি নেই। শুধু তা-ই নয়, গ্রামে জুয়া, মাদক সব নিষিদ্ধ। গ্রামের আরও আকর্ষণীয় যে বৈশিষ্ট্য তা হল, কেউ যদি একবার এই গ্রাম ছেড়ে চলে যান, তাহলে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় প্রশাসন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.