অমর বাণী!
১. 'তুমি যে একটি গালি মজা করে বা ক্রোধে অপরকে দাও তা থেকে তোমার কবরের একটি বিচ্ছু তৈরি হয়।'
-হযরত আলী(রাঃ)।
২. গার্লফ্রেন্ড কখনো নেক্কার স্ত্রী হতে পারে না। কারন, নেক্কার স্ত্রী কারোও গার্লফ্রেন্ড হয়না।
২. গার্লফ্রেন্ড কখনো নেক্কার স্ত্রী হতে পারে না। কারন, নেক্কার স্ত্রী কারোও গার্লফ্রেন্ড হয়না।
৩. অতিদ্রুত বিয়ে করুণ,
📢দেনমোহর অল্প ধরুণ,
📢বিয়ে কে সহজ করুণ,
📢যিনার রাস্তা বন্ধ করুণ, কুরআন সুন্নাহ মেনে চলুন।
৪. নুপুরের দাম হাজার টাকা,কিন্তু তার স্থান পায়েই হয়।
টিপের দাম এক টাকা হলেও, তার স্থান কপালে। "
৫. যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"।
৬. ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।
৭. মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
৮. মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশী।
এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,
আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।
৯. আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, "জল মেশাননি তো?",,
আর মদে নিজেরাই জল মিশিয়ে খাই।
১০. মানুষকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,
কিন্তু সিংহ বললে খুশি হয় !!
মানুষ সত্যিই বড় আজব প্রাণী!
টিপের দাম এক টাকা হলেও, তার স্থান কপালে। "
৫. যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"।
৬. ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।
৭. মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
৮. মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশী।
এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,
আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।
৯. আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, "জল মেশাননি তো?",,
আর মদে নিজেরাই জল মিশিয়ে খাই।
১০. মানুষকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,
কিন্তু সিংহ বললে খুশি হয় !!
মানুষ সত্যিই বড় আজব প্রাণী!
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.