সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    শিবচরে ৭০ হাজার মানুষ নজরদারি, টহল দিচ্ছে পুলিশ

    Korona

    তৃতীয় দিনের মতো রোববারও অবরুদ্ধ রয়েছে মাদারীপুরের শিবচর উপজেলা। এর মধ্যে ছয়টি এলাকাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন স্থানীয় প্রশাসন ও পুলিশের সদস্যরা। প্রাথমিকভাবে ৭০ হাজার মানুষকে চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছে। ফলে পুরো শিবচর উপজেলায় কার্যত লকডাউন হয়ে আছে।এতে রাস্তাঘাটে নেই লোকজনের সমাগম, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অতিপ্রয়োজনীয় দোকানপাট খুলেও ক্রেতারা আসছেন না।

    জানা গেছে, সম্প্রতি করোনায় বেশি ঝুঁকিতে রয়েছে শিবচর উপজেলার চারটি এলাকা। ওই সব এলাকায় প্রবেশদ্বারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শিবচরজুড়ে প্রায় ২৫০ পুলিশ টহল দিচ্ছে। করোনার ঝুঁকি এড়াতে শিবচরে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে প্রশাসন।

    গত ১৯ মার্চ মাদারীপুর জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বয় শিবচর পৌরসভার দুটি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের দুটি গ্রাম ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের দুটি গ্রামে কনটেইনমেন্ট ঘোষণা করে এলাকার মানুষদের চলাচল সীমিত করা হয়।এসব এলাকায় ১৬ পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে, যেন কেউ এসব এলাকায় ঢুকতে না পারে। কিছু প্রয়োজন হলে পুলিশের সহযোগিতায় তা সংগ্রহ করছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !