Tuesday, July 22.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেই জামিন পাচ্ছেন বন্দিরা!

Korona

নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৫৪ হাজার বন্দিকে সাময়িক মুক্তি দিয়েছে ইরান। কারাগারে ঠাসাঠাসি অবস্থার মধ্যে থাকা এসব বন্দিকে যাতে এই প্রাণঘাতী ভাইরাস আক্রান্ত করতে না পারে, তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।- খবর বিবিসির

বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেন, কোভিড-১৯ ভাইরাস পরীক্ষায় নেগেটিভ পাওয়ার পর এসব বন্দিদের জামিন দেয়া হয়েছে। তবে পাঁচ বছরের বেশি কারাদণ্ডের শাস্তি পাওয়া কাউকে ছাড়া হচ্ছে না বলে জানালেন তিনি।এক ব্রিটিশ এমপি বলেন, কারাবন্দি ব্রিটিশ-ইরানি দাতব্য কর্মী নাজানিন জাগহারি র‌্যাটক্লিফ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন।

ব্রিটেনে ইরানি রাষ্ট্রদূতের বরাত দিয়ে লন্ডনের হ্যাম্পস্টিড ও কিলবার্নের এমপি টিউলিপ সিদ্দিক বলেন, জাগহারি র‌্যাটক্লিব আজ কিংবা আগামীকাল সম্ভবত মুক্তি পাচ্ছেন।২০১৫ সালে তেহরানে মেয়েসহ গ্রেফতার হন নাজানিন। পরে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।তেহরানের এভিন কারাগারে বন্দি নাজানিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে শনিবার তার স্বামী সন্দেহ প্রকাশ করেছিলেন।

কর্তৃপক্ষ তার দেহে ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করে দেখতে রাজি হয়নি বলেও অভিযোগ ছিল তার। সোমবার ইসমাইলি এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, নাজানিনের সঙ্গে তার পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ ছিল। তিনি তাদেরকে তার স্বাস্থ্য ভালো বলে আশ্বস্ত করেছিলেন।ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৯০ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২০২ জনে

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1