ইংরেজি নিয়ে মাথা ঘামান না মোস্তাফিজ!
বিশ্বের অনেক ক্রিকেটার ক্যারিয়ারের শুরুতে ইংরেজিতে কথা বলতে পারেন না। তবে পরে খেলতে খেলতে এ ভাষায় কথোপকোথনটা আত্মস্থ করে ফেলেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। এখনো ইংরেজিতে কথা বলায় দক্ষ হয়ে উঠতে পারেননি তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় অর্ধযুগ হয়ে গেলেও তাতে পারদর্শী নন ফিজ।
আমরা কমবেশি সবাই ইংরেজি শিখতে হুমড়ি খেয়ে পড়ি। একটু দক্ষ হলে এতে বকবক করি। অথচ তাতে সাবলীল নন মোস্তাফিজ। স্বাভাবিকভাবেই প্রশ্নটা করা হয়েছিল তাকে, এ নিয়ে কী কোনো আক্ষেপ আছে আপনার? জবাবে জানালেন, এ বিষয়ে একদমই মাথা ঘামান না তিনি।বুধবার মিরপুরে সাংবাদিকরা মোস্তাফিজকে প্রশ্ন করেন, বিশ্বের অনেক ক্রিকেটারই সময়ের সঙ্গে বদলে যান। শুরুতে ইংরেজি না পারলেও পরে তা রপ্ত করে ফেলেন। কিন্তু আপনি ভালোভাবে পারছেন না?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে আমার একটুও আফসোস, হতাশা বা আক্ষেপ নেই। আমি যেভাবে আছি, সেভাবেই থাকতে পছন্দ করি। অন্য কারো কথা নিয়ে ভাবি না। বাংলায় কথা বলা, আমার মা শিখাইছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.