সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    আইসোলেশনে থাকা যুক্তরাজ্য ফেরত নারীর মৃত্যু!

    image-290766-1584596676

    সিলেটে নভেল করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারী মারা গেছেন। রোববার ভোরে নগরীর সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তার মৃত্যু হয়। ৬১ বছর বয়স্ক ওই নারী ৪ মার্চ লন্ডন থেকে সিলেটে ফেরেন। এরপর ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। ২০ মার্চ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রাখেন চিকিৎসকরা।

    সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জানান, মারা যাওয়ার আগে রক্ত পরীক্ষা করা না গেলেও তিনি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে দাফনের আগে তার মুখের লালার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

    জানা যায়, দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে নগরীর মানিকপীর টিলাস্থ সিটি কর্পোরেশনের কবরস্থানে ওই নারীর লাশ দাফন করা হয়েছে। এ সময় সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডলসহ প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও মৃতের পরিবারের একজন সদস্য উপস্থিত ছিলেন। ডেপুটি সিভিল সার্জন ডা. নুরে আলম শামীম জানান, ডাব্লিউএইচও’র সংক্রমণ বিধি গাইড লাইন অনুযায়ী লাশ দাফন করা হয়েছে। লন্ডন ফেরত ওই নারী নগরীর শামীমাবাদ এলাকার একটি বাসায় থাকতেন। তার পরিবারকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    এই ঘটনার পর জরুরি বৈঠক ডাকেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। বৈঠকে প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। সিলেটের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. দেবপদ রায় ও সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বৈঠকে উপস্থিত ছিলেন। ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, অধ্যুষিত অঞ্চল হিসেবে সিলেটে করোনাভাইরাসের ঝুঁকি থাকায় সোমবার (আজ) নগরীর সব বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !