নিউইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৬ জনে।এদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৯৯ জন। যুক্তরাষ্ট্রের তিন ভাগের এক ভাগ এবং সারাবিশ্বের শতকরা ৫ ভাগ আক্রান্ত রোগী নিউইয়র্ক সিটিতে।
স্থানীয় সময় রোববার রাতে এই পরিসংখ্যান জানিয়েছে নিউইয়র্ক সিটির মেয়র অফিস।মেয়র বিল দা ব্লাসিও সতর্ক করে দিয়ে বলেছেন, সবচেয়ে খারাপ অবস্থা এখনও আসেনি। হাসপাতালগুলো এখন করোনাভাইরাস মোকাবেলায় লড়াই করছে।
এখন রোগীর সংখ্যা ১১ হাজারের কাছাকাছি। এর মধ্যে নিউইয়র্ক সিটির কুইন্সে ৩০৫০ জন, ম্যানহাটনে ২৩২৪, ব্রুকলিনে ৩১৫৪, ব্রঙ্কসে ১৫৬৪ এবং স্টেটেন আইল্যান্ডে ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।পুরো আমেরিকায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৫ হাজার ২১১ জন। মৃত্যুবরণ করেছে ৪৭১ জন। এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৭৮ জন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.