টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ মোস্তাফিজ-সাইফ
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে।
তাতে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগাররা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচেও টস জেতেন তিনি।
সেই ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচে জিতলে একটি হাতে রেখেই সিরিজ জিতবেন মাশরাফি বাহিনী।
এ ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে নেই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আগের ম্যাচে জিম্বাবুয়েকে ব্যাট-বল হাতে উড়িয়ে দেন তিনি। বাদ পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দুজনকেই বিশ্রাম দেয়া হয়েছে।
তাদের স্থানে দলে ফিরেছেন দুই ডানহাতি পেসার শফিউল ইসলাম ও আল- আমিন হোসেন। গেল বছর জুলাইয়ে শ্রীলংকায় সবশেষ খেলেন শফিউল। আর আল- আমিন সবশেষ খেলেন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
জিম্বাবুয়ে একাদশে নেই নিয়মিত অধিনায়ক চামু চিবাবা। চোটে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন শন উইলিয়ামস। এ ম্যাচ দিয়েই একাদশে ফিরেছেন তিনি।
বাদ পড়েছেন ক্রিস এমপোফু। তার স্থলাভিষিক্ত হয়েছেন চার্লটন টিসুমা। আর অসুস্থতার কারণে এ ম্যাচেও খেলছেন না ক্রেইগ আরভিন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, তিনোতেন্ডা মাতুমবোদজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.