Saturday, July 26.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল!

8602f9625fc9025836e06144964db8d1-5e8c02d918384 
চীনের উহান শহরে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় মার্কিন মুলুকের ধারেকাছেও নেই অন্য কোনো দেশ। ইতিমধ্যে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।

মৃত্যু সংখ্যা ৬০ হাজার ছুঁইছুঁই। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ারল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮০ জনের প্রাণহানি ঘটেছে। গত একদিনে মোট আক্রান্ত হয়েছে ২২ হাজার ৮৪৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৯ হাজার ৭৭ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৩ হাজার ১৯৯ জন। সুস্থ হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪১৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৮ লাখ ৩৩ হাজার ৭০৬ জন।

এদের মধ্য ১৪ হাজার ৮৬৮ জনের অবস্থা আশঙ্কাজনক।  হিসাব বলছে, যুক্তরাষ্ট্রে মাত্র ১৮ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হলো। গত ১১ এপ্রিল দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫ লাখ। যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের ৩০ শতাংশই হচ্ছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে।

আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে নিউইয়র্কের পর যথাক্রমে রয়েছে নিউজার্সি, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া ও পেনিসেলভেনিয়া অঙ্গরাজ্য। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টারের

সর্বশেষ তথ্যানুযায়ী, নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি। সেখানে মারা গেছে প্রায় ২৩ হাজার জন। নিউজার্সিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার। সেখানে মারা গেছে ৬ হাজার ৪০০ জনের বেশি মানুষ। ম্যাসাচুসেটসে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার। সেখানে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1