সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৭ জনের অর্ধেকই বাংলাদেশি!

    Corona%2BVirus

    সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে একদিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড এটি।  দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসাব অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ২৫৬ জনই প্রবাসী বাংলাদেশি। খবর নিউইয়র্ক টাইমসের। এ নিয়ে সিঙ্গাপুরে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৯৯ জন। এ পর্যন্ত মারা গেছে ১০ জন। নতুন ৪০৪ জনই ডরমেটরিতে বসবাস করা প্রবাসী শ্রমিক। সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার আক্রান্তদের মধ্যে ২৫৬ অর্থাৎ মোট আক্রান্তের ৫৭ শতাংশই প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে করোনায়া আক্রান্ত হিসেবে শনাক্ত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৫ জনে। করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় প্রবাসী শ্রমিকদের ডরমেটরি থেকে সরিয়ে সামরিক ক্যাম্প এবং খালি থাকা সরকারি ভবনে স্থানান্তরের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর সরকার। দেশটিতে প্রতিদিনই উদ্বেগজনক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !