নাইজেরিয়ায় করোনার ত্রাণ ছিনতাইকারীদের হামলায় নিহত ৪৭ !
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাতসিনা রাজ্যে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের দেয়ার জন্য ত্রাণ লুট করতে আসা দস্যুদের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে ত্রাণ ছিনতাইয়ের সময় দস্যুদল ওই বর্বরোচিত হামলা চালায় বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর আলজাজিরা ও জেরুজালেম পোস্টের। কাতসিনা রাজ্য পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ধরে একাধিক গ্রামে তাণ্ডব চালায় তিন শতাধিক সশস্ত্র দস্যু। ঘটনার পর ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দস্যুদের খোঁজে অভিযান চালানো হচ্ছে। কাতসিনার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দস্যুরা গ্রামবাসীর কাছে খাবার ও অন্য ত্রাণসামগ্রী দাবি করেছিল। পরে গ্রামবাসী খাবার দিতে অস্বীকৃতি জানালে তারা এ হামলা চালায়। নাইজেরিয়ার এ অঞ্চলটিতে গত এক বছরে সন্ত্রাসী দলগুলোর হামলা, ডাকাতি, অপহরণের সময় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলা ঠেকাতেই হিমশিম খাচ্ছে। তার ওপর মহামারী ও ডাকাতদের তাণ্ডব সেখানে নতুন সংকট তৈরি করেছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.