ওবামার সঙ্গে যাপিত জীবন নিয়ে মিশেলের প্রামাণ্যচিত্র
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টানা আট বছর ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা। মেয়াদ শেষ হওয়ার পর হোয়াইট হাউস ছাড়তে হয়েছে এ দম্পতির। ওবামার সঙ্গে হোয়াইট হাউসপরবর্তী জীবন নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করেছেন মিশেল ওবামা। সেখানে উঠে আসবে এই দম্পতি সম্পর্কে অনেক অজানা কথা।
মিশেল ওবামার মালিকানাধীন চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ইতিমধ্যে তাদের নির্মিত একটি প্রামাণ্যচিত্র জিতেছে অস্কার পুরস্কার। এবার আরও একটি চমক দেখাতে যাচ্ছে মিশেল ও নেটফ্লিক্স। নতুন প্রামাণ্যচিত্রের ঘোষণা এসেছে সোমবার। প্রকাশ হয়েছে একটি টিজার।
আর নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে ৬ মে। ২০১৮ সালের আলোচিত স্মৃতিকথা ‘বিকামিং’-এর নামেই রাখা হয়েছে প্রামাণ্যচিত্রটির টাইটেল। অবশ্য এর পক্ষে যুক্তিসঙ্গত কারণও রয়েছে। নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়, চলচ্চিত্রটিতে মিশেলের জীবনের বিরল দিকগুলো খুব কাছ থেকে উঠে আসবে। দেখা যাবে স্মৃতিকথা নিয়ে ৩৪টি শহর ভ্রমণের নানান আখ্যান।
প্রামাণ্যচিত্রটির একটি ক্লিপে দেখা যায়, ৫৬ বছরের মিশেল ফিলাডেলফিয়ার একটি অনুষ্ঠানে একাধিক তরুণীর সঙ্গে কথা বলছেন। সেখানে জানান, হোয়াইট হাউস ছাড়া মানেই ফার্স্টলেডি হওয়ার আগের জীবনে ফিরে যাওয়া নয়। বরং নতুন কিছু হয়ে ওঠা। সেই গল্পই তুলে ধরেছেন ‘বিকামিং’-এ।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.