পাকিস্তানের পররাষ্ট্র দফতরে ভারতীয় চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব!
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় সেনাদের কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং পাকিস্তানি সীমান্তরক্ষীদের উসকানি দেয়ার প্রতিবাদ জানাতে দেশটির চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে।
এ নিয়ে পাকিস্তান গত দুই সপ্তাহে চতুর্থবারের মতো দেশটিতে নিযুক্ত ভারতীয় চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করল। খবর পার্সটুডের। পাক পররাষ্ট্র দফতর বুধবার জানায়, ভারতীয় সেনারা কাশ্মীরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছেন। পাকিস্তানি সীমান্তরক্ষীদের উসকানি দেয়ার প্রতিবাদ জানাতে ভারতীয় চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে।
পাকিস্তানের দাবি, গত ২৮ এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষীরা নিয়ন্ত্রণরেখার রাখসারি সেক্টরে গুলিবর্ষণ করলে দুই বেসামরিক পাকিস্তানি আহত হন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৯১৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে পাকিস্তানের দাবি।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানি সেনারা কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায়ই গোলাগুলি করে এবং আগে গুলি শুরু করার জন্য পরস্পরকে অভিযুক্ত করে থাকে।
২০০৩ সালে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ভারত ও পাকিস্তান একটি চুক্তি সই করে। তখন থেকে এ পর্যন্ত ওই চুক্তি লঙ্ঘনের জন্য দুই দেশ শত শত বার পরস্পরকে অভিযুক্ত করেছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.