লকডাউনের সমালোচনার পর সোনিয়া গান্ধীকে মোদির ফোন
সরকারের অপরিকল্পিত লকডাউনের সমালোচনা করা ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধীকে ফোন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাস মহামারী ঠেকানোর বিষয়ে আলোচনার জন্য তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়, কংগ্রেসের সোনিয়া গান্ধী ছাড়াও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী। সমাজবাদী পার্টির মুলায়ম সিং এবং অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উড়িষ্যা নবীন পট্টনায়েক, দক্ষিণের নেতা কেসিআর, এমকে স্টালিন এবং জোটসঙ্গী প্রকাশ সিং বাদলকেও ফোন করে আলোচনা করেন মোদি। করোনাভাইরাসে জেরে দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই লকডাউনকে অপরিকল্পিত বলে বিরোধিতা করেছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। করোনা মোকাবেলায় মোদি সরকারের অব্যবস্থাপনার সমালোচনা করে গত বৃহস্পতিবার দেশটির বিরোধী দলের নেত্রী সোনিয়া গান্ধী বলেন, “চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামের ব্যবস্থা না থাকায় এবং দেশ-এ চিকিৎসার পরিকাঠামোর অভাব থাকায় সংক্রমনের হার বেড়ে চলেছে। এর সম্পূর্ণ দায়ভার সরকারের ওপর বর্তায়। তিনি বলেন, এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে কার্যকর উপায় হল আমাদের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সম্ভাব্য সকল সহায়তা করা। কিন্তু চিকিৎসকদের জন্য করোনার সংক্রমন রোধের ঠিকঠাক জিনিসও মজুত নেই এবং রোগীদের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা নেই।”
কংগ্রেস প্রধান বলেন, মোদির অপরিকল্পিত লকডাউনের ফলে কৃষকরা চাষের জন্য উপযুক্ত বীজ, কীটনাশক পাচ্ছে না। ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। যারা মাঝারি এবং ছোট ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও ভীষণ ক্ষতি হচ্ছে। দেশের অর্থনীতির গ্রাফটা তলানিতে এসে ঠেকেছে। এমনিতে মধ্যবিত্ত মানুষের বাড়িতে চাকরির অভাব তার ওপর পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এই সবের মধ্যে মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে। সরকারের এই দেশব্যাপী লকডাউন “অপরিকল্পিত” বাস্তবায়ন দরিদ্রদের জন্য সমস্যা সৃষ্টি করায় চরম সমালোচনা করেন তিনি। সোনিয়া গান্ধী আরও বলেন, আমরা আজ যে কাজ করি তা আগামীতে আমাদের পরিবার এবং আগত প্রজন্মের ওপর প্রভাব ফেলবে। তাই এখন আমাদের ভেবে চিন্তে কাজ করতে হবে। তিনি মোদি সরকারের প্রতি হাসপাতাল, শয্যা সংখ্যা এবং পরীক্ষার সুবিধাসমূহ, পাশাপাশি সাধারণ জনগণের কাছে চিকিৎসা সরবরাহের প্রাপ্যতা সম্পর্কিত তথ্যগুলি প্রকাশ করতে সরকারের প্রতি দাবি জানান।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.