সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন স্মিথ !

    image-277201-1581408258

    দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। জাতীয় দলের সাবেক এ তারকা ক্রিকেটারের কাজে সন্তুষ্ট হয়ে বোর্ড দুই বছরের জন্য পরিচালক হিসিবে নিয়োগ দিয়েছে। ২০২২ সালের মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

    দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৭টি টেস্ট, ১৯৭টি ওয়ানডে আর ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৭টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২৩৬ রান করেছেন স্মিথ। দেশের ক্রিকেটের উন্নয়নে এ কিংবদন্তি ব্যাটসম্যানকে অস্থায়ী পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

    গ্রায়েম স্মিথের পরামর্শে চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক পরিবর্তন করে উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টিন ডি কককে দায়িত্ব দেয়া হয়।নেতৃত্বে সফলতা পাওয়ার পরও নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতেই সেচ্ছায় সরে যাওয়ার জন্য স্মিথকে অনুরোধ করেন ডি কক। বিষয়টি পজেটিভ দৃষ্টিতেই দেখছেন স্মিথ।

    ডি কক অধিনায়কত্ব ইনজয় না করায় নতুন নেতৃত্ব খুঁজতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !