সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪৯!

    image-295912-1586082546

     লকডাউনের মধ্যেও ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। লাগাম টেনে ধরা যাচ্ছে না মৃতের সংখ্যাতেও। আন্তর্জাতিক জরিপ সংখ্যা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০০ জন। মারা গেছেন ২৪৯ জন।

    সুস্থ হয়েছেন ৭৭৪ জন। এখন পর্যন্ত দেশটির ১ লাখ ৮৯ হাজার ১১১ জনের করোনা টেস্ট করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত কয়েক দিন ধরেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ওঠানামা করেছে। সোমবার দেশটিতে একদিনে ৭০৪ জন করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার তা কমে হয় ৫০৮ জন। বুধবার ৪৮৫ জনে। তবে শুক্রবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৯১ জনে। আক্রান্তের সংখ্যা ফের বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাদের অনেকেই লকডাউনের মেয়াদ আরও বাড়াতে চাইছেন।

    আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ইতিমধ্যে ওড়িষ্যা ও পাঞ্জাব লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। এ দুটি রাজ্যে ১ মে পর্যন্ত লকডাউন চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে। এ দুটি রাজ্যের দেখাদেখি রাজস্থান ও ছত্তিশগড়ও লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ভাবছে। এদিকে করোনা হানা দিয়েছে আসামেও। শুক্রবার প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।

    শুক্রবার সকালে আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টুইটারে জানান, আসামের হাইলাকান্দি জেলার ৬৫ বছরের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে শিলচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভারতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে ২ দিন আগেই। মহারাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লি, তামিলনাড়ু, কর্নাটক, কেরালা ও পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা।করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪৯!

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !