সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    লকডাউনে রসগোল্লা বেচছেন মমতার মন্ত্রী!

    142429_bangladesh_pratidin_mamata

    লকডাউনে জেরে চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন ছানা ও মিষ্টি ব্যবসায়ীরা। তাঁদের কথা ভেবেই পূর্বস্থলীতে এবার রসগোল্লার হোম ডেলিভারি চালু করলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলীর বিদ্যানগর গ্রামে মন্ত্রীর বাড়ি। নিঃস্ব বৃদ্ধ-বৃদ্ধা এবং অনাথ শিশুদের থাকার জন্য কয়েকবছর আগে তিনি পূর্বস্থলীর দামোদরপাড়ায় একটি বৃদ্ধাশ্রম তৈরি করেছেন। নাম দিয়েছেন, ‘মানসিক শান্তি ও বিকাশ কেন্দ্র’।

    বৃদ্ধ ও শিশুদের একইসঙ্গে রাখার ব্যবস্থা করা হয়েছে সেখানে। ওই বৃদ্ধাশ্রমেই রসগোল্লা তৈরির ব্যবস্থা করছেন মন্ত্রী। স্বাস্থ্য-বিধি মেনে সেখানে তৈরি হয়েছে রসগোল্লা। মন্ত্রী বলেন, “গ্রামীণ এলাকার ছানা উৎপাদনকারী, মিষ্টি কারিগর এরা সবাই গরিব। লকডাউন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ওরা আমার বৃদ্ধাশ্রমে মিষ্টি বানাচ্ছে। অনেকে বরাত দিচ্ছেন। হোম ডেলিভারি করার জন্য তাঁদেরই একজনকে ঠিক করা হয়েছে।

    এতে তাঁরা আর্থিকভাবে লাভবান হবেন। ওদের তৈরি রসগোল্লা ও হোম ডেলিভারি যাতে বেশি সংখ্যক মানুষ জানতে পারেন, তাই আমি এখন রসগোল্লার নমুনা বিক্রি করে বেড়াচ্ছি।” মন্ত্রী জানিয়েছেন, মহকুমাশাসক, জেলাশাসক, সভাধিপতির কাছে গিয়ে তিনি নিজে রসগোল্লা বিক্রি করেছি। লকডাউন শুরু হতেই এই বৃদ্ধাশ্রমে আছেন স্বপন দেবনাথ।

    ওই বৃদ্ধাশ্রমে রয়েছে একটি বড় প্রার্থনা কক্ষ। হিন্দু, মুসলিম, খ্রীস্টান, বৌদ্ধ, জৈন সকল ধর্মের মানুষের জন্য সব ধর্মের ছবি টাঙিয়েছেন। যাতে কারও প্রার্থনা করতে অসুবিধা না হয়। কারণ, সকল ধর্মের আবাসিকেরা রয়েছেন। তিনি নিজেও রোজ সকালে স্নান সেরে সেখানে প্রার্থনায় বসছেন। সবার সঙ্গে প্রাতঃরাশ করছেন। খাবার বিলি করছেন দুঃস্থদের।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !