Wednesday, August 13.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

কোনটি ব্যভিচার, কোনটি ধর্ষণ আর কোনটি সহবাস,আসুন জেনে নেই !


যেনা বা ব্যভিচারঃ  যেনা বা যিনা বা ব্যভিচার কিংবা খাস বাংলায়  চোদাচুদি বলতে বিবাহ বন্ধন ছাড়া অবৈধ পন্থায় কোন নারী-পুরুষের যৌন তৃপ্তি লাভ করাকে বুঝায় । এখানে পুরষ নারীকে ভোগ করতে টাকা-পয়সা, অলংকার বা চাকুরি বা কোন আর্থিক সুবিধা দিয়ে থাকেন। যা  ইসলামী শরীয়াতে অবৈধ পন্থায় যৌন সম্ভোগ সম্পূর্ণ হারাম এবং কঠিন শাস্তিযোগ্য অপরাধ। তাছাড়াও কিছু কিছু দেশ ও অঞ্চলেও  শাস্তিযোগ্য অপরাধ।

যারা দেহ ব্যবসা করে অর্থ উপার্জন করে তাদের এ নিকৃষ্ট উপার্জন সম্পূর্ণভাবে হারাম, এ উপার্জন তাদের কোন উপকারে আসে না; এ অর্থ দিয়ে কোন কিছু করা হলে তা নিমিষেই ধ্বংস হয়ে যায়। অপব্যবহার ইত্যাদি নিয়ামক হিসেবে কাজ করে।

.com/img/proxy/

ধর্ষণঃ ধর্ষন বা বলাৎকার হলো এম নপ্রকার যৌন লাঞ্ছনা যার সাথে শাররীক সম্পর্ক জড়িত । যখন এক বা একাধিক ব্যক্তির কোন মেয়ে বা মহিলা কে তার সম্মতি ছাড়া বা ভয় ভীতি পদর্শন বা আটকিয়ে জোর পূর্বক  শাররীক সম্পর্ক বা জোর পূর্বক দেহ ভোগ করে তাকে ধর্ষন বা বলাৎকার বলা হয়এই কাজে বেশির ভাগ সময় শারীরিক শক্তি, বাধ্যতা, ক্ষমতার ব্যবহার করা হয়। এটি বড় ধরনের একটি শাস্তিযোগ্য অপরাধ। ইসলামী শরীয়া মোতাবেক ধর্ষণ কারীকে পাথর মেরে মৃত্যু দন্ড দেওয়া হয়।

Raped




সহবাসঃ  সহবাস বলতে বুঝায় ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বৈধ পন্থায় যৌন তৃপ্তি লাভ করাকে বলা হয়। এখানে একটি পুরুষ কে তার স্ত্রীর সাথে  যৌন সম্পর্ক করতে হলে তাকে  ইজ্জতের মূল্য হিসেবে মোহরানা দিতে হয়।

Beautiful+Muslim+Woman

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1