"কোথায় সেই সুন্দর সমাজটা"
আমরা যে সমাজে বাস করি এ সমাজটা আগে বিভিন্ন নিয়ম শৃঙ্খলে আবদ্ধ ছিল।কোনো যুবক ছেলে অপরিচিত কোনো মেয়ের সাথে যেখানে সেখানে গল্পগুজব করতে পারতো না।বখাটেরা মেয়েদেরকে উত্যক্ত করতে পারতো না।মেয়েরাও পরপুরুষ দেখলে ঘোমটা টেনে পথের পাশে সরে যেত।নারীদের ইজ্জতের মূল্য ছিল।কালেভদ্রেও ধর্ষণের ঘটনা ঘটত না,,,,,!!!!!
এখন সব ইতিহাস,,,!!!
প্রতিদিন নতুন নতুন ধর্ষনের ঘটনা ঘটছে।আজ এখানে কাল সেখানে।আজ কিশোরী ধর্ষণ,কাল গৃহবধূ ধর্ষণ। পত্রিকার শিরোনামগুলো দেখলেই লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
ধর্ষণের পর এখন গণধর্ষণের জোয়ার শুরু হয়েছে,,,,!!!
এর থেকে পরিতানের উপায় একটাই,,,আর তা হল ইসলামকে ফলো করা,আর পরিপূর্ণভাবে মানা।
ইসলাম বলেছে,,ছেলেদেরকে নজরের হেফাজত করতে,আর মেয়েদেরকে পর্দায় থাকতে,, ব্যস এতটুকুই যথেষ্ট,,, কিন্তু আমরা..............!!!
অথচ
বর্তমান মেয়েদের অবস্থা কবি যেমনটা বলেছে ঠিক তেমনি,,,,,,,!
নারী!
গায়ের ওড়না ফেলে দিয়ে
দেখাও কেন বক্ষ
বখাটেকে খুশি করা
তোমার কি এ লক্ষ?
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.