সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সিঙ্গাপুরে একদিনেই ৫৭০ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত!

    .com/

    সিঙ্গাপুরে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) একদিনেই ৫৭০ জন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে ২ হাজার ৫৯৭ বাংলাদেশি প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হলেন। যা সারা বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেল। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১৪৪ জন।

    শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯২৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি।  সিঙ্গাপুর সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৫ হাজার ৯৯২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই হলেন বিদেশি শ্রমিক। 

    এসব শ্রমিকরা বিভিন্ন ডরমিটরিতে এক সঙ্গে থাকার কারণে করোনা সবার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে।  সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, দেশটিতে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ গুণ বেড়েছে।  উল্লেখ্য, সিঙ্গাপুরে মোট আক্রান্ত ৫ হাজার ৯৯২ জনের মধ্যে এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৭০৮ জন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !