যে কারণে প্রণোদনার অর্থ ফেরত দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়!
নানামুখী সমালোচনার কারণে করোনাভাইরাস সহায়তা তহবিল থেকে পাওয়া প্রণোদনার অর্থ ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অর্থ বরাদ্দের পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রাজনীতিকদের সমালোচনার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রণোদনার অর্থ বরাদ্দ করায় রাজনীতিকরা তীর্যকভাবে সমালোচনা করছেন। এ জন্য তারা অর্থের জন্য আবেদন করবেন না। খবর নিউইয়র্ক টাইমসের।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ২.২ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দেশটির ৫ হাজার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য ১২.৫ বিলিয়ন ডলার রাখা হয়েছে।
সে হিসেবে হার্ভার্ডের ভাগে পড়েছিলো ৮.৭ মিলিয়ন ডলার। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেয়া প্রায় ৯০ লাখ ডলার ফেরত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তা তহবিল থেকে অতিমাত্রায় ধনী এ বিশ্ববিদ্যালয় অর্থ নেয়ায় অসন্তোষও প্রকাশ করেন তিনি।
এরপরই প্রণোদনার অর্থ গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়টি। তবে হার্ভার্ড আশা করে তাদের জন্য বরাদ্দ অর্থ ম্যাসাচুয়েটসের দরিদ্র কোন শিক্ষাপ্রতিষ্ঠানকে দেয়া হবে। হার্ভার্ডের সঙ্গে প্রণোদনার অর্থ পাওয়ার তালিকায় স্ট্যানফোর্ড ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ও রয়েছে। মঙ্গলবার করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, তাদের এটা ফিরিয়ে দেয়া উচিত।
আমার এটা পছন্দ হচ্ছে না। এই অর্থ শ্রমিকদের জন্য; তারা (হার্ভার্ড) কেবল বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠানই নয়, বিশ্বের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে অনেক অনেক ধনী। তাদের জন্য এই অর্থ নয়। তাদের এটা দিয়ে দেয়া উচিত।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.