সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সেক্স কত প্রকার ও কি কি ?


     SEX /সহবাসের মানসিক এবং শারীরিক উভয় দিকই আছে। এর শারীরিক দিক হচ্ছে যখন একজন পুরুষ তার উত্থিত লিংগ স্ত্রীর যোনির অভ্যন্তরে প্রবেশ করে তা হচ্ছে সহবাস। এজন্য উভয়কেই শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের আইন অনুযায়ী সহবাস-সম্মতির বয়স ১৬ বছর কেননা এই বয়সের আগে একজন ছেলে অথবা মেয়ের শরীর সহবাসের ধকল নিতে পারেনা। যদি দুজনের কারও বয়স এর চেয়ে কম হয় তবে এটিকে ধর্ষন বলে গন্য করা হয় এবং এতে করে দুজনকেই জেলে যেতে হতে পারে। আমি কি আপনার সম্পর্কে একটু জানতে পারি? আপনি কি ছেলে না মেয়ে? আপনার বয়স কত? আপনি সেক্স সম্পর্কে কেন জানতে চাচ্ছেন?শারীরিকভাবে প্রস্তুত হবার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সহবাসের মানসিক প্রস্তুতি। এটি একটি অনেক বড় পদক্ষেপ। এই অভিজ্ঞতা যে কারও সাথে করা যায়না, কেননা এর মাধ্যমে দুটি মানুষের আত্মিক একটি যোগ ঘটে। তাই বলা হয়এমন একজন মানুষের সঙ্গে এটি করতে যাকে আপনি শ্রদ্ধা করেন, আস্থা রাখেন এবং তিনিও আপনার প্রতি সেরকম শ্রদ্ধা এবং আস্থা রাখেন। সহবাস যে দুটি মানুষের মধ্যে হচ্ছে তাদের উভয়কেই একে অপরের সঙ্গে মিলিত হবার ইচ্ছা এবং সম্মতি থাকতে হবে। এটি কারও উপর চাপিয়ে দেয়া যাবেনা। যদি আপনি আপনার সঙ্গীর ওপর অথবা সে আপনার ওপর মানসিক বা শারীরিক চাপ প্রয়োগ করে তবে সেখান থেকে আপনার দ্রুত বেরিয়ে আসতে হবে। বিবাহ বন্ধনের ভেতরে হলেও একে ম্যারিটাল রেপ (বিবাহ-ধর্ষন) বলা হয়। দুজনের সমান সম্মতি সহবাস করার আগে সবচেয়ে প্রধান বিষয়।আপনারা দুজনেই পরস্পরকে শ্রদ্ধা করে, আস্থা রাখেন, দুজনের সমান ঐচ্ছিক সম্মতি আছে, এখন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন সহবাস করার। কিন্তু এরপরও আপনাদের সাবধান হতে হবে। যদি দুজনের কারও আগে এক বা একাধিক সঙ্গী থেকে থাকে তবে অবশ্যই যৌন সংক্রমনের (STD) জন্য পরীক্ষা করা জরুরী। যৌন সংক্রমন থেকে মুক্ত থাকার একটি ভাল উপায় কন্ডম ব্যবহার করা। কন্ডম গর্ভধারনের ঝুকি থেকেও সুরক্ষা দেয়। এটি গর্ভনিরোধক পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ কেননা শুধুমাত্র সহবাসের সময় এটি পরিধান করলেই হয়।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !