সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সীমান্তে সতর্ক নজর রাখতে হবে, কাউকে ঢুকতে দেওয়া হবে না: মমতা

    proxy?url=http%3A%2F%2Fwww.bd-pratidin.com%2Fassets%2Fnews_images%2F2016%2F05%2F28%2FMamata_

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সীমান্তে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কে কোথা থেকে আসছে নজর রাখতে হবে। করোনাভাইরাসজনিত লকডাউন পরিস্থিতিতে তিনি আজ (শুক্রবার) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে জেলা প্রশাসক, জেলা পুলিশ কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ওই মন্তব্য করেন।

    এ প্রসঙ্গে তিনি বনগাঁর পেট্রাপোল স্থল বন্দরের কথা উল্লেখ করে জেলা প্রশাসককে বিশেষ সতর্ক থাকতে বলেন। মমতা বলেন, ‘শিলিগুড়িতে অনেক বাইরের লোক যাতায়াত করে। ওটা সীমান্ত এলাকা। তাই ওখানে লকডাউন আরও কঠোরভাবে পালন করতে হবে। লকডাউনে যারা বাইরে আছেন তাদের আনা সম্ভব নয় রাজ্যে। দয়া করে কেউ লবি করবেন না। লকডাউন ভাঙা চলবে না।’ লকডাউন বিধি মেনে চলার ওপরে জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক না পরলে বাজারে যাওয়া যাবে না।

    বাজারে ভিড় করবেন না। লকডাউনে বাইরে বেরোবেন না। স্যানিটাইজার ব্যবহার করুন। হাওড়া ও কোলকাতার কয়েকটি এলাকা রেড জোন। রেড জোনে কাউকে ঢুকতে-বেরোতে দেওয়া হবে না, প্রয়োজনে সশস্ত্র পুলিশ নামাতে হবে। হাওড়ার পরিস্থিতি খুব স্পর্শকাতর, সংক্রমণ ঠেকাতে না পারলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা আছে। এখানে বিশেষ নজরদারি করতে হবে। মেদিনীপুর রেড জোনে ছিল। অরেঞ্জ জোনে এসেছে। হাওড়াকে ১৪ দিনের মধ্যে গ্রিন জোনে আনতে হবে।’ আগামী ১৪ দিনের মধ্যে উত্তর ২৪ পরগনাকে অরেঞ্জ জোনে আনতে হবে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।

    সূত্র- পার্সটুডে

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !