সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ডা. ফাউসিকে বরখাস্ত করছেন না ট্রাম্প: হোয়াইট হাউস


    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানী ডা. অ্যান্থনি ফাউসিকে বরখাস্ত করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউস এমন খবর দিয়েছে।-খবর আল-জাজিরার যদিও ‘হ্যাশট্যাগ ফায়ার ফাউসি’ সমর্থকদের একটি বার্তা টুইটারে শেয়ার দিয়েছেন ট্রাম্প। 

    সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি বলেন, গণমাধ্যমের এই অর্থহীন বকবকানি হাস্যকর। ফাউসি আগের মতোই ট্রাম্পের একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে থাকবেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সংক্রামক বিশেষজ্ঞ বলেন, নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর লকডাউন করা হলে বহু প্রাণ বাঁচানো যেত।

    এরপরেই রোববার এই বিজ্ঞানীকে বরখাস্তের আহ্বান জানিয়ে একটি বার্তা শেয়ার দেন ট্রাম্প। এতে বলা হয়, ফাউসিকে বরখাস্তের এখনই সময়। ফাউসির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কংগ্রেসে রিপাবলিকান দলের সাবেক এক প্রার্থী এই বার্তা টুইটারে পোস্ট করেন। এতে সর্বত্র এমন ধারনা ছড়িয়ে পড়ে যে এই জনপ্রিয় বিজ্ঞানীর প্রতি নিজের ধৈর্য ফুরিয়ে গেছে ট্রাম্পের এবং তিনি তাকে বরখাস্ত করতে যাচ্ছেন।

    করোনাভাইরাস প্রতিরোধে সামনে থেকে নেতৃত্ব দেয়ায় যুক্তরাষ্ট্রে খ্যাতি অর্জন করেন ফাউসি। সংকটকালে বৈজ্ঞানিক বিষয়ে ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করেন তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের দেয়া বক্তব্য সংশোধন করেও দিয়েছেন এই সংক্রামক বিশেষজ্ঞ।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !