করোনার ২ কোটি ভ্যাকসিন তৈরি করবে সিরাম ইনস্টিটিউট !
অক্সফোর্ড ইউনিভার্সিটির সম্ভাব্য যে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর ভ্যাকসিনের কথা বলা হচ্ছে সেটি তৈরির অর্ডার পেয়েছে ভারতের পুনের সেরাম ইনস্টিটিউট। আগামী ৩ সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটির উৎপাদন শুরু করে দেবে সেরাম ইনস্টিটিউট।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সেপ্টেম্বরের মধ্যে কোভিড-১৯ রোগের ২ কোটি ভ্যাকসিন তৈরি করতে চায় সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড ইউনিভার্সিটি অন্যান্য প্রতিষ্ঠানে মধ্যে পুনের এই সংস্থাটিকেও ভ্যাকসিন তৈরির অর্ডার দিয়েছে।
সেরাম ইনস্টিটিউট গণমাধ্যমকে জানিয়েছে, প্রস্তাবিত কোভিড-১৯ ভ্যাকসিনের এক ডোজের দাম ১ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১১শ' টাকা।
সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা বলেন, মে মাসের মধ্যে ভারতে আক্রান্ত কয়েক’শ ব্যক্তির ওপর এই ভ্যাকসিনের ট্রায়াল দেওয়া হবে। ট্রায়াল সফল হলে সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ বাজারে আনা হবে ভ্যাকসিন।
আমরা ভ্যাকসিনটি সাশ্রয়ী মূল্যে সরবরাহ করার পরিকল্পনা করেছি। এটি ১০০০ রুপির মতো, যা আমাদের উৎপাদনের খরচ।
পুনাওয়ালা মনে করেন, বৈশ্বিক বাজারের চেয়ে ভারতে দাম কমই ধরা হবে। কারণ এমনিতেই হাম, বসন্ত এসব রোগের ভ্যাকসিনের দাম ভারতে অনেক কম। যুক্তরাজ্যের চেয়ে প্রায় ১০ গুণ কম।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.