সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সুস্বাগতম মাহে রমজান

    .com/proxy/

    দুয়ারে কড়া নাড়ছে ১৪৪১ হিজরীর মাহে রমজান। মুমিন মুসলমানদের পুণ্যময় আরও একটি মাসের আগমন ঘটেছে। প্রত্যকটা মুসলিম  অধীর আগ্রহে অপেক্ষায় করে  রহমত, বরকত আর নাজাতের মাস রমজানুল মুবারকের অভাবনীয় অফার লুফে নিতে আর শামিল হতে মহান আল্লাহ পাকের সম্বোধিত মুমিনদের কাতারে।

    হে ইমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা খোদাভীরুতা অবলম্বন করতে পার। (সূরা বাক্বারা, ১৮৩)

    রমজান আসতেই আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাদের জন্য দারুণ দারুণ প্যাকেজ ঘোষণা করা হয়, ভাগ্যবান তারা, যারা মহান মালিকের ঘোষিত প্যাকেজের আওতায় পড়ে যায়।  পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে মহান মাওলার এমন কিছু প্যাকেজের কথা আজ আমি আপনাদের শুনাতে চাই।

    ১. হযরত আবু হুরাইরা রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, যখন রমজান মাস আসে তখন আকাশের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদেরকে বন্দি করা হয়, অন্য এক বর্ণনায় আছে, রহমতের দরজাসমূহ খুলে দেয়া হয় ( বুখারী ও মুসলিম, মেশকাত শরীফ হাদিস নং ১৮৬০)

    ২. হযরত সাহল ইবনে সা’দ ( রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল( সা.) ইরশাদ করেছেন, জান্নাতের আটটি দরজা রয়েছে। তন্মধ্যে একটি দরজার নাম রাইয়ান। ঐ দরজা দিয়ে শুধু রোজাদারগণই প্রবেশ করবেন। ( বুখারী ও মুসলিম, মেশকাত শরীফ হাদিস নং ১৮৬১)

    ৩. হযরত আবু হুরাইরা রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও ছওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে তার পূর্বের সমুদয় গুনাহ [সগীরা] মাফ হবে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও ছওয়াবের আশায় রমজানের রাতে ইবাদাতে কাটাবে তারও পূর্বের গুনাহসমূহ মাফ করা হবে এবং যে ব্যক্তি ঈমানের সঙ্গে ছওয়াবের আশায় কদরের রাত কাটাবে তারও পূর্বকৃত সমুদয় গুনাহ মাফ করা হবে। ( বুখারী ও মুসলিম, মেশকাত শরীফ হাদিস নং, ১৮৬২)

    আচ্ছা আমাদের প্রিয় নবী মাহে রমজানকে কিভাবে গুরুত্ব দিতেন? জানতে হলে যেতে হবে আম্মাজান হযরত আয়েশা (রা.) ও হযরত ইবনে আব্বাস (রা.)-এর কাছে।

    ১. হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) শা'বান মাসের খুব হিসাব করতেন। এ ছাড়া অন্য কোনো মাসে এত হিসাব করতেন না। অতঃপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন। ( আবু দাউদ, মেশকাত শরীফ হাদিস নং, ১৮৮৩)

    ২. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, যখনই রমজান মাস আসত, তখনই রাসূল (সা.) সব বন্দিকে মুক্ত করে দিতেন এবং সব সওয়ালকারীকেই দান করতেন। ( বায়হাকী শু'য়াবুল ঈমান, মেশকাত হাদিস নং ১৮৬৯)

    আল্লাহ পাক ও তার হাবীব ( সা.)-এর দেখানো পথে চলার ভিতরই রয়েছে আমাদের জন্য মঙ্গল। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !