সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    লকডাউনে বাজার করতে বের হয়ে নববধূ নিয়ে ফিরলেন যুবক

    wife

    লকডাউনে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে বের হয়েছিলেন এক ভারতীয় যুবক। কিন্তু বাসায় ফিরলেন নববধূকে সঙ্গে নিয়ে। ভারতে চলমান লকডাউনে উত্তরপ্রদেশের গজিয়াবাদের সাহিবাবাদে এমন অদ্ভুত কাণ্ড করেছে গুড্ডু নামের এক যুবক।

    দেশটির সংবাদ সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।  ছেলের এমন কাণ্ডে তার মাও বিস্মিত। এএনআইকে তিনি জানিয়েছেন, লকডাউনে বের হলে পুলিশি ঝামেলা পোহাতে হয়। তাই নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর লিস্ট করে তা কিনে আনতে ছেলেকে মুদি দোকানে পাঠিয়েছিলাম। কিন্তু সে ফিরে আসলো নববধূ নিয়ে। আমি এই বিয়ে মেনে নিতে রাজি নই। এভাবে আমাকে না জানিয়ে বিয়ে করে হুট করে বউ নিয়ে আসার কোনো মানে হয় না।

    জানা গেছে, সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট নেই বলে নববধূসহ ছেলেকে বাসায় ঢুকতে দেননি সেই মা। উল্টো ছেলের এমন কাণ্ডের জন্য থানায় গিয়ে অভিযোগ করে এসেছেন। এ বিষয়ে গুড্ডু নামের ওই তরুণ বলেন, দুই মাস আগে হারদওয়ারের আর্য সমাজ মন্দিরে গোপনে বিয়ে করেছিলাম আমরা। ওই সময় পর্যাপ্ত সাক্ষীর অভাবে আমরা বিয়ের সার্টিফিকেট পাইনি। আমি আবারও হারদওয়ারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু লকডাউনের কারণে তা সম্ভব হয়নি।

    লকডাউন উঠে গেলেই সার্টিফিকেট নিয়ে আসব। বাজার করতে গিয়ে স্ত্রীকে নিয়ে আসার কারণ জানাতে গিয়ে গুড্ডু বলেন, লকডাউনের সময় আমার স্ত্রী স্যাভিতা দিল্লিতে ভাড়া বাসায় থাকছিলেন। কিন্তু সম্প্রতি বাসার মালিক তাদের ফ্ল্যাট ফাঁকা করে দেয়ার নির্দেশ দেন। এমন পরিস্থিতিতে আর কোনো বাসা ভাড়া পাচ্ছিলাম না।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !