মার্কিন-ইসরাইলি চাপে হিজবুল্লাহকে নিষিদ্ধ করল জার্মানি !
জার্মানিতে লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর সব তৎপরতা নিষিদ্ধ ও তাদের সন্ত্রাসী সংস্থা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল দীর্ঘদিন ধরে এমনটিই চেয়ে আসছিল।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউরোপীয় দেশটির শহরগুলোতে বিভিন্ন মসজিদে ফজরের সময় অভিযান চালিয়েছে পুলিশ। কর্মকর্তাদের বিশ্বাস, এসব মসজিদের সঙ্গে মধ্যপ্রাচ্যের এই শিয়া গোষ্ঠীর সম্পর্ক রয়েছে।
এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, হিজবুল্লাহর কার্যক্রম ফৌজদারি আইনের লঙ্ঘন করেছে। সংগঠনটি আন্তর্জাতিক সমঝোতার বিরোধিতা করে আসছে। কাজেই জার্মানিতে হিজবুল্লাহর জমায়েত, প্রকাশনা কিংবা মিডিয়া নিষিদ্ধ থাকবে।
সংগঠনটির সম্পদও বাজেয়াপ্ত হতে পারে। বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ একটি বিদেশি সংগঠন। কাজেই তাদের নিষিদ্ধ ও বিলুপ্তি ঘোষণা অসম্ভব কিছু না। নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, হিজবুল্লাহর উগ্র শাখার সঙ্গে সম্পৃক্ত এক হাজার ৫০ জন জার্মানিতে অবস্থান করছেন।
জার্মানিতে শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে নিষিদ্ধ করতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল। কাজেই সংগঠনটিকে নিষিদ্ধের এই উদ্যোগ প্রশংসার চোখে দেখছে তারা। ইসরাইল পররাষ্ট্রমন্ত্রী ইসরায়ের কার্টজ বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান সিদ্ধান্ত।
আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধে এটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। ইউরোপীয় ইউনিয়নসহ সব ইউরোপীয় দেশকে তিনি এই পদক্ষেপ নিতে আহ্বান জানান।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামারিক, রাজনৈতিক ও সামাজিক শাখাসহ পুরো হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন। তাদের সঙ্গে এমন আচরণই করা উচিত।
মার্কিন ইহুদি কমিটিও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলেন, আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। বহু আগ থেকেই এমনটা প্রত্যাশা করে আসছিলাম।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.