সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    করোনায় বাড়িভাড়া ও বন্ধকি ঋণ মওকুফে ইলহানের প্রস্তাব!

    image-299353-1587202128
    করোনাভাইরাস মহামারীতে সংকটে পড়া লাখ লাখ মার্কিন নাগরিকের বন্ধকি ঋণ ও বাসাভাড়া মওকুফে একটি বিল উত্থাপন করেছেন মিনেসোটা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ইলহান ওমর।-খবর গার্ডিয়ানের শুক্রবার ঘোষিত এই আইনের অধীন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নিজেদের ক্ষতি পুষিয়ে নেবেন বাড়িওয়ালা ও বন্ধকদাতারা। 

    জাতীয় জরুরি অবস্থা শেষ হওয়ার পরবর্তী এক মাস এই কর্মসূচি চলবে। আর ভূতপূর্ব হিসেবে এপ্রিল থেকেই তা কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রে গত ১৩ মার্চ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। নজিরবিহীন আবাসন সংকটের মধ্যে নতুন এই প্রস্তাব নিয়ে এসেছেন কংগ্রেসের মুসলিম সদস্য ইলহান ওমর। চলতি মাসের শুরু থেকে ৩১ শতাংশ মার্কিন নাগরিক তাদের বাসাভাড়া দিতে পারেননি, আর লাখ লাখ লোক তাদের চাকরি হারিয়ে বাড়িতে বেকার বসে আছেন। কিন্তু এসব সংকটে কেন্দ্রীয় সরকারের জবাবও সীমিত।

    দ্য কেয়ার অ্যাক্ট নামের প্রণোদনা প্যাকেজে গৃহায়ণ ও নগর উন্নয়ন কর্মসূচির জন্য এক হাজার ২০০ কোটি ডলার অন্তর্ভুক্ত করা হয়েছে। গৃহহীন ও ভাড়াটিয়াদের সহযোগিতায় এসব অর্থ ব্যয় করা হবে। আবাসন নিরাপত্তাহীনতায় থাকা লাখ লাখ আমেরিকানদের প্রয়োজন মেটাতে ওই অর্থ খুব বেশি ভূমিকা রাখতে পারবে না। কাজেই ভাড়া মওকুফের জন্য আরও বেশি তহবিল বরাদ্দের আহ্বান জানানো হয়েছে।

    ভাড়াটিয়াদের স্পষ্ট সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের বাধ্যবাধকতাকে কেন্দ্র করে ইলহান ওমর এই আইন প্রস্তাব করেছেন।  সরকারি তহবিল পেতে বাড়িওয়ালা ও ঋণদাতাদের এক গুচ্ছ নিয়ম অনুসরণ করতে হবে। যেটা অন্তত পাঁচ বছর মেয়াদি হবে। এ সময়ে রসিদ আছে এমন ভাড়াটিয়াদের উচ্ছেদ, ভাড়া বাড়ানো কিংবা তাদের বিরুদ্ধে কোনো বৈষম্য করা যাবে না। কেউ এ নিয়ম লঙ্ঘন করলে তাদের জরিমানার মুখোমুখি হতে হবে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !