লকডাউনে বার্বিকিউ পার্টি দিয়ে সাবমেরিনের ক্যাপ্টেন বহিষ্কার!
যুক্তরাজ্যে লকডাউন চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ক্রু সদস্যদের নিয়ে বার্বি-কিউ পার্টির আয়োজন করায় বহিষ্কৃত হয়েছেন এক সাবমেরিন ক্যাপ্টেন। তার নাম - জন লুইস। ব্রিটিশ রয়্যাল নেভির একটি সাবমেরিনের ক্যাপ্টেন হিসাবে কর্মরত ছিলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্যাপ্টেন জন লুইসের অনুমতিতেই যুক্তরাজ্যের বন্দরনগরী ডেভনের প্লাইমাউথের ডেভনপোর্ট ডকইয়ার্ডে নোঙ্গর করে রাখা একটি সাবমেরিনে জমকালো বার্বি-কিউ পার্টির আয়োজন করা হয়।
এরপর আয়োজনে অংশ নেয়া ক্রু সদস্যরাই সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই পার্টির ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় সাবমেরিনের ক্রু সদস্যদের নাচতে ও হাসাহাসি করছে। ভিডিও কর্তৃপক্ষের নজরে আসার পরই ওই ক্যাপ্টেনকে বহিষ্কার করা হয়।
ব্রিটিশ রয়্যাল নেভির পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করে এমন পার্টির আয়োজন ও তাতে অনুমতি প্রদানের দায়ে তদন্ত শেষে ক্যাপ্টেন জন লুইসকে বহিষ্কার করা হয়েছে। তবে তিনি ব্রিটিশ নৌবাহিনীর অন্য কোনো পদে এখন দায়িত্ব পালন করবেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.