সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    গাজায় করোনা রোগীদের জন্য প্রস্তুত হাজার কক্ষের কোয়ারেন্টিন !!

    image-295912-1586082546

    ১৪ বছর ধরে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরাইলি কঠোর অবরোধের শিকার গাজা উপত্যকার হামাস সরকার সম্ভাব্য করোনা আক্রান্ত রোগীদের কোয়ারেন্টিনে রাখার জন্য এক হাজার কক্ষের আবাসস্থল তৈরি করেছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়াদ আল-বাজম শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন।

    গণমাধ্যমকে তিনি বলেন, উপত্যকার প্রকৌশলী ও কর্মীরা রাতদিন পরিশ্রম করে মাত্র দুই সপ্তাহের মধ্যে ২৭ হাজার বর্গমিটার জায়গার ওপর এক হাজার করোনা ইউনিট তৈরি করতে সক্ষম হয়েছেন। খবর টেলিগ্রাফের। গাজার উত্তর ও দক্ষিণ প্রান্তে জনমানবহীন প্রান্তরে এসব কোয়ারেন্টিন আবাসন নির্মাণ করা হয়েছে বলে তিনি জানান।  বাজম বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

    গাজা উপত্যকায় মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সেখানে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তিকে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলেও তিনি জানান।  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা করোনাভাইরাসের প্রকোপের এই দুঃসময়ে ওই উপত্যকার ওপর থেকে ইসরাইলি কঠোর অবরোধ তুলে দিতে তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।  ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযাযী, এ পর্যন্ত ২৬৭ ফিলিস্তিনি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !