করোনার সংক্রমণ রোধে ১ লাখ টিউলিপ কেটে ফেলল জাপান!
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জাপানে কেটে ফেলা হয়েছে এক লাখেরও বেশি টিউলিপ। করোনা সংকটে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসমাগম যেন না হয় সে জন্য পর্যটকদের নিরুৎসাহিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। জাপানের রাজধানী টোকিও থেকে ৫০ কিলোমিটার পূর্বে সাকুরা ফুরুসাতো স্কোয়ারে এখন কোনো টিউলিপ নেই।
রয়েছে কেটে ফেলা সবুজ ডালপালা। শুধু ফুল কেটে ফেলাই নয়, উদ্যান কর্তৃপক্ষ বার্ষিক টিউলিপ উৎসবও বাতিল করেছে। আর ফুলগুলো স্থানীয় কিছু কিন্ডারগার্টেনে দান করে দেয়া হয়েছে। বছরের এই সময়ে নানান রঙের বিপুলসংখ্যক টিউলিপে ঢাকা থাকে সাকুরা ফুরুসাতো স্কয়ারের বিস্তীর্ণ মাঠ। এর আয়তন সাত হাজার বর্গফুট। এ সময় টিউলিপের বাগান দেখতে প্রচুর পর্যটকের ভিড় জমে।
এ প্রসঙ্গে সাকুরা শহরের পর্যটন বোর্ডের কর্মকর্তা সাকিহো কুসানো বলেন, সাপ্তাহিক ছুটির দিনে ফুলের মনোরম সৌন্দর্য উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শনার্থী এখানে ভিড় জমান। আর এখন যেহেতু করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই জনসমাগম ঠেকাতে টিউলিপ কেটে ফেলা ছাড়া আর কোনো পথ ছিল না।
তথ্যসূত্র: এএফপি
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.