সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ইরাকে আইএসের প্রধান হলেন আবু ইব্রাহিম আল-কুরাইশি!

     image-239008-1572588293

    ইরাকে উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ বা আইএসের নতুন প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-কুরাইশি নামে এক জঙ্গির নাম ঘোষণা করা হয়েছে।  ইরাকের একটি নিরাপত্তা বাহিনীর সূত্রে দেশটির বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। খবর রুশ বার্তা সংস্থা স্পুটনিকের। সূত্রটি জানায়, গোয়েন্দা সূত্রগুলো এ ব্যাপারে নিশ্চিত হয়েছে, কুরাইশি ইরাকের ভেতরেই রয়েছে এবং মুষ্টিমেয় কয়েকজন আইসি কমান্ডার ছাড়া তার চেহারা ও বেশভুষা সম্পর্কে কারও কিছু জানা নেই।

    এদিকে ইরাকের সেনা গোয়েন্দা অধিদফতর সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, আল-আনবার প্রদেশে আইএস জঙ্গিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ ও যোগাযোগের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া আরেক খবরে ইরাকি সূত্রগুলো জানিয়েছে, দেশটির সালাউদ্দিন প্রদেশে আইএসের আস্তানায় ইরাকি বিমানবাহিনীর বোমাবর্ষণে ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে। সম্প্রতি ইরাকে উগ্র জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে গেছে।

    বিশেষ করে গত ৩ জানুয়ারি বাগদাদে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিসহ দুই দেশের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডাররা মার্কিন হামলায় নিহত হওয়ার পর সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে গেছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !