সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    করোনা আক্রান্ত চিকিৎসক, বন্ধ হল দিল্লির আরেক হাসপাতাল

    .com/

    চিকিৎসকসহ ৪৪ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ভারতের রাজধানী দিল্লিতে বন্ধ করে দেয়া হয়েছে বাবু জগজীবন রাম মেমোরিয়াল নামের একটি হাসপাতাল।   

    এটি দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় অবস্থিত।  সোমবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।  হাসপাতাল কর্তৃপক্ষ এনডিটিভিকে জানিয়েছেন, জীবাণুনাশক না করা পর্যন্ত হাসপাতালটি বন্ধ থাকবে।

    এ সময়ে ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রোগীরা হাসপাতালেই থাকবেন। তবে নতুন করে আর কোনো রোগী ভর্তি নেয়া হবে না। আউটডোরও বন্ধ থাকবে।  ভাইরাসের সংক্রমণ রুখতে সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।  

    এ বিষয়ে ভারতের সংবাদসংস্থা এএনআই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, দিল্লিতে করোনা সংক্রমিত এলাকাগুলোর মধ্যে জাহাঙ্গীরপুরী অন্যতম। সেখান থেকে অনেক করোনা পজিটিভ রিপোর্ট আসছে।  এর আগে একই দিন একই কারণে হিন্দু রাও নামে নয়াদিল্লির সবচেয়ে বড় হাসপাতাল বন্ধ করে দেয়া হয়।  

    ওই হাসপাতালের একজন নার্সের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পরপরই হাসপাতাল সিল গালা করে দেয়া হয়।  ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটির রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৫২ জন। 

    গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে ১১১ জন এবং মারা গেছেন ১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫৪ জন। সরকারি হিসাবে আক্রান্তের দিক থেকে শীর্ষে থাকা মহারাষ্ট্রের পরই দিল্লির অবস্থান।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !