করোনা মোকাবেলায় তুর্কি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসায় এরদোগান!
করোনাভাইরাস মোকাবেলায় তুরস্কের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেন, কোনো ভাইরাস, কোনো প্রাদুর্ভাব তুরস্কের চেয়ে শক্তিশালী নয়। আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাই এক পতাকাতলে সমবেত হয়েছি, এটা সারা বিশ্বের জন্যই মহামারী।
বুধবার মাস্ক ও করোনাভাইরাস প্রতিরোধী বিভিন্ন সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, আমাদের দেশের সবাই ঐক্যবদ্ধভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। সারা বিশ্বই এখন করোনাভাইরাসে আক্রান্ত। আমাদের দেশের সবাই আবারও প্রমাণ করেছে বিপদে কীভাবে নিজেদের ঐক্যবদ্ধ করতে হয়।
ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, তুরস্কে এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮১২ জন মানুষ। এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষকে করোনা টেস্ট করানো হয়েছে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৮৪৬জন মানুষ।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.