গুয়াম থেকে চুপিসারে বি৫২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াম থেকে পরমাণু বোমা বহনে সক্ষম পাঁচটি বি৫২ বিমান গোপনে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এসব বিমান সরিয়ে নেয়া হয়েছে।
রুশ বার্তা সংস্থা স্পুটনিক বলছে, এর মধ্য দিয়ে গুয়ামে আমেরিকার এই কৌশলগত যুদ্ধবিমানের ১৬ বছরের নিরবচ্ছিন্ন উপস্থিতির ইতি ঘটেছে। এখন পর্যন্ত গুয়ামে বি-৫২ বিমানের স্থলে অন্য কোনো যুদ্ধবিমান পাঠায়নি যুক্তরাষ্ট্র।
মার্কিন কৌশলগত কমান্ডের মুখপাত্র মেজর ক্যাটি অ্যাসানাসোফ বলেন, জাতীয় প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে এই পুর্নমোতায়েন। তিনি বলেন, বোমারু বিমানগুলো তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে গেছে। এর কয়েক দিন আগে চীনকে কেন্দ্র করে শক্তি প্রদর্শন করতে রানওয়ে মহড়ার আয়োজন করেছে এসব বিমান।
তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিমানগুলো গুয়ামসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলেও পরিচালনা করা হতে পারে। গত ১৫ বছর ধরে এই পাঁচটি বি৫২ বোমারু বিমান গুয়াম থেকে পূর্ব ও দক্ষিণ চীন সাগরে টহল দিয়েছে। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়াকে দমিয়ে রাখতে মার্কিন আকাশশক্তি প্রদর্শনের মাধ্যম ছিল এসব বিমান। মেজর ক্যাটি অ্যাসানাসোফ বলেন, মিত্র ও অংশিদার দেশুগলোকে প্রশিক্ষণের সুযোগের সর্বোচ্চটা ব্যবহার করবে মার্কিন বাহিনী। যাতে অবিশ্বাস্য অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা সমন্বিতভাবে শক্তিশালী হতে পারে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.