পুলিশের চোখে-মুখে কাশি দেয়ায় কারাদণ্ড!
ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত বলে দাবি করা এক ব্যক্তি পুলিশের মুখমণ্ডলে জোরে কাশি দেয়ায় আটক করে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডার্বিশায়ার এলাকায় এমন ঘটনা ঘটেছে।-খবর পুলিশ প্রফেশনালের
খবরে বলা হয়েছে, এক ব্যক্তি হুমকি-ধমকি ও গালাগাল দিচ্ছে বলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেখে, লোকটি একটি কাঠের টুকরো মাথার ওপর ঘুরাচ্ছে, আর হুমকি দিচ্ছে। এরপর তাকে আটক করে তার হাত থেকে কাঠের টুকরোটি নিয়ে যাওয়া হয়। তার শরীরে করোনাভাইরাস আছে কিংবা ছিল কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার শরীরে কোভিড-১৯ রোগ ছিল। আমি সুস্থ হয়ে উঠছি। এখন এই ভাইরাস সর্বত্র ছড়িয়ে দিচ্ছি। এই কথা শেষ হতেই তিন পুলিশ কর্মকর্তার চোখ-মুখ লক্ষ্য করে তিনি জোরে কাশি দেন।
৫৮ বছর বয়সী ক্রিস্টোফার ম্যাককেন্ড্রিক নামের ওই ব্যক্তি সাওয়ারকেস্টনের বাসিন্দা। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছে পুলিশ। যার মধ্যে রয়েছে, হামলা, গালাগাল, হয়রানি, প্রকাশ্যে অস্ত্রবহন ও জরুরি সেবার কর্মকর্তাদের পেটানো। ডার্বিশায়ার ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ম্যাককেন্ড্রিক। তাকে ১৬ সপ্তাহের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.