ভারতে লকডাউনে দুধ বিলির অনুমতি নিয়ে মদ পাচার!
লকডাউনে বাসিন্দাদের ভোগান্তি লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদী সরবরাহের জন্য সীমিত পরিসরে গাড়ি যাতায়াতের অনুমতি দিয়েছে ভারতের কয়েকটি রাজ্য প্রশাসন। এ সুযোগ কাজে লাগিয়ে দুধ ও প্রয়োজনীয় খাবার নিয়ে যাওয়ার অনুমতি নিয়ে মদ পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল স্বেচ্ছাসেবী সংস্থার একটি গাড়ি।
সম্প্রতি গুজরাটের বোটাদ জেলায় পিরপাদি নামক গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাস্তায় নজরদারি চালানোর সময় ‘মানবতা সেবা রথ’ স্টিকার সাটানো স্বেচ্ছাসেবী সংস্থার একটি গাড়ি থেকে দেশি-বিদেশি মিলিয়ে ২৫ লিটারের বেশি মদ উদ্ধার করে পালিয়াদ থানার পুলিশ।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন - ধর্মেন্দ্র ভাগাভাই পরধি(২২) ও ভাবিন মুলজি ভাজা(২৬)। তারা দুজনেই বোটাদ জেলার বাসিন্দা। বোটাদের পুলিশ সুপার হর্ষদ মেহতা জানান, গাড়িটি সুরেন্দ্রনগর থেকে সল্য নামক এলাকার দিকে যাচ্ছিল। পালিয়াদ থানা পুলিশের সাব ইন্সপেক্টর এনসি সাগরের নেতৃত্বে সড়কে টহল চলছিল।
এ সময় সন্দেহ হলে গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায় তারা। এর পেছনের আসনে আলু, পেঁয়াজ নিলেও ভেতরে অভিনব কায়দায় ৩০ বোতল বিদেশি ও ২৫ লিটার দেশি মদ লুকানো ছিল।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.