করোনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে ওআইসির ফিকহি সেমিনার!
মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ফিকহি সেমিনার করেছে ওআইসির আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি। করোনার প্রাদুর্ভাবের ফলে উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় ধর্মীয় দিকনির্দেশনা দিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেমিনারের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার জেদ্দা থেকে ‘করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসা ও শরিয়া বিধান’ শিরোনামে আয়োজিত এ সেমিনারে ওআইসির সেক্রেটারি জেনারেল ড. ইউসুফ আল উসাইমিন উপস্থিত ছিলেন।
কনফারেন্সে তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে করোনাভাইরাস সংক্রান্ত ডাক্তার ও শরিয়া বিশেষজ্ঞদের অভিমতের সমন্বয় করা সম্ভব হবে। যাতে ওআইসিভুক্ত দেশগুলোর নীতিনির্ধারকদের সহযোগিতা করা যায়। অন্যদিকে সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা, সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য ও আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির চেয়ারম্যান, ড. সালেহ বিন হুমাইদ তার বক্তৃতায় আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির ভূমিকার ওপর জোর দেন।
তিনি বলেন, আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি প্রতিষ্ঠার পর থেকেই মেডিকেলশাস্ত্রের শরিয়ার প্রতি গুরুত্ব প্রদান করে। করোনাভাইরাস সম্পর্কিত ফিকহি সমস্যাসমূহসহ উদীয়মান যে কোনো ইস্যুর মোকাবিলার শরিয়া স্ট্যান্ডার্ড নির্ধারণের দায়িত্ব গ্রহণ করে।
আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির সেক্রেটারি ড. আবদুল সালাম দাউদ আল-আবাদী খাদিমুল হারামাইন আশ শারিফাইন সালমান বিন আবদুলাজিজ আল সৌদ, সৌদি প্রিন্স মুহাম্মাদ বিন সালমান ও আরব এবং ইসলামিক দেশসমূহের প্রধান ও নীতিনির্ধারকগণ যারা ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য, তারা করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যে প্রচেষ্টা করে যাচ্ছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান।
এই কনফারেন্সে যোগ দান করেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার, ফরেনসিক বিজ্ঞানী ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বেশ কয়েকজন সক্রিয় কর্মী। এতে চিকিৎসক ও শরিয়া সম্পর্কে অভিজ্ঞদের অংশগ্রহণে করোনা সংক্রান্ত বেশিকিছু শরিয়া স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা হয়। ইউনা আরবি অবলম্বনে মুহাম্মাদ শোয়াইব
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.