সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মাকড়সার উৎপাতে অতিষ্ঠ? কী করবেন!

    মাকড়শা ভর্তি আলমারিতে ২ বছর আটক ...

    ঘরে মাকড়াসার বাসা বাধে নানা এমন অভিযোগ খুব কম মানুষের কাছ থেকেই শোনা যায়। ঘরে মাকড়সা বাসা থাকলে মশা বেশি হয়।ঘরে কি মাকড়সার উৎপাত খুব বেড়েছে? তাড়াতে হয় তো অনেক কিছুই করছেন। তবে তাড়াতে পারছেন না। পরিষ্কার করার পরেও ঘরের আনাচে কানাছে ঝুল জমে যাচ্ছে? তবে আপনি চাইলে ঘরোয়া উপায়ে মাকড়সা তাড়াতে পারেন।

    ঘর থেকে মাকড়সা তাড়াতে হলে আপনাকে কিছু কৌশল জানতে হবে।দেখবেন ঘরে মাকড়সার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঘরোয়া উপায় কাজে লাগিয়ে সহজেই আপনার ঘর থেকে মাকড়সা তাড়ানো সম্ভব। আসুন জেনে নেই কী করে এই মাকড়সার উৎপাত থেকে রক্ষা পাবেন।


    সাদা ভিনেগারঃ
    প্রথমে এক কাপ সাদা ভিনেগার আর এক কাপ পানি ভালো করে মিশিয়ে নিন।এবার সেই মিশ্রণ ঘরের আনাচে-কানাচে স্প্রে করুন। বিশেষ করে সেই সব কোনায় স্প্রে করুন যেখানে মাকড়সা বেশি দেখা যায়। ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক এসিড যার গন্ধ পেলেই মাকড়সা আর আপনার ঘরের আশেপাশেও ঘেঁষবে না।

    পিপারমেন্ট তেলঃ
    ভিনিগারের পরিবর্তে পিপারমেন্ট তেল বা টি ট্রি অয়েল জলের সঙ্গে মিশিয়ে সারা ঘরে ছড়িয়ে দিতে পারলেও ভালো ফল পাওয়া যায়।

    টোব্যাকোঃ
    মাকড়সা টোব্যাকোর ঘ্রাণ ঘৃণা করে। তাই মাকড়সা টোব্যাকোর ঘ্রাণ পেলে ঘরে ঢুকে না। ঘরের যে জায়গাগুলোতে মাকড়সা বাসা বাঁধে, সেখানে একটি সিগারেট ভেঙে তার ভেতরের গুঁড়া ছিটিয়ে দিন। পানিতে টোব্যাকো ভিজিয়েও স্প্রে করলে ভালো উপকার পাবেন।

    বেকিং সোডাঃ
    বেকিং সোডাও আপনার ঘরকে মাকড়সার কবল থেকে বাঁচাবে খুব সহজেই। বেকিং সোডার কেমিক্যাল কম্পাউন্ড মাকড়সার একেবারেই পছন্দ নয়। ঘরের আশেপাশে জানালা দরজার চৌকাঠের ওপরে ছিটিয়ে দিন ভালো করে। দেখবেন ঘরে মাকড়সার জাল নজরেই পড়বে না আপনার।

    ঘরকে মাকড়সা মুক্ত রাখতে হলে ঘর পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতি ১৫ দিন পর পর ঘরের ঝুল ঝেড়ে ফেলুন, কিচেন ক্যাবিনেট ও সেলফের মধ্যে রাখা জিনিসগুলো, গ্যারেজ ও বেজমেন্ট, দরজা-জানালা এবং পর্দা পরিষ্কার রাখুন উপকার পাবেন।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !