সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    স্যানিটাইজারের বিকল্পের খোঁজ দিল জাপান!

    image-299048-1587107146
    করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাত জীবাণুমুক্ত করার নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)। হাত জীবাণুমুক্ত করতে হলে প্রয়োজন স্যানিটাইজার।তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসের আতঙ্কের কারণে বাজারে হঠাৎ সংকট দেখা দিয়েছে স্যানিটাইজারের।

    মঙ্গলবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, কোনো ধরনের স্পিরিট যাতে ৭০-৮৩ শতাংশ অ্যালকোহল রয়েছে। প্রাথমিকভাবে সেই স্পিরিটও স্যানিটাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে।জাপানে উপলব্ধ মদগুলোতে (অ্যালকোহল) সাধারণত ২২ থেকে ৪৫ শতাংশ অ্যালকোহল থাকে। ওই পানীয় স্যানিটাইজারের বিকল্প হতে পারে না। কিন্তু কিছু সংস্থা ইতিমধ্যে সেখানে এমন অ্যালকোহল প্রস্তুত করা শুরু করে দিয়েছে, যেগুলো অ্যালকোহলের মাত্রা প্রায় ৭০-৮৩ শতাংশ। এগুলো স্যানিটাইজারের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতেই পারে।


    জাপানি মদ প্রস্তুতকারক সংস্থা জায়েন্ট সান্তোরি ইতিমধ্যে আমেরিকায় স্যানিটাইজার প্রস্তুত করছে। জাপানের স্বাস্থ্যবিধি অনুযায়ী, ৭৬.৯ থেকে ৮১.৪ শতাংশ অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারকেই ছাড়পত্র দেয়া হচ্ছে। এবার জাপানের এই নতুন ভাবনা কিছুটা হলেও স্যানিটাইজার সমস্যা লাঘব করতে পারে।

    তথ্যসূত্র: জিনিউজ

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !