সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সিডনিতে করোনার হটস্পট ৩ সমুদ্রসৈকতে মানুষের ঢল!

          .com/

    করোনাভাইরাসের সংক্রমণের হার নিম্নগামী হওয়ায় অস্ট্রেলিয়ার সিডনির তিনটি সমুদ্রসৈকত খুলে দিয়েছে দেশটির সরকার।   এ খবর জানার পর পরই মানুষের ঢল নেমেছে ওই তিন সৈকতে। সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেকেই। কেননা কোগি, কোভেলি ও মেরুব্রা নামের ওই তিন সমুদ্রসৈকত করোনাভাইরাস ছড়ানোর হটস্পটগুলোর মধ্যে রয়েছে।  সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য নিশ্চিত করেছে। 

    সংবাদমাধ্যমটি জানিয়েছে, অস্ট্রেলীয় সরকার এমন ঘোষণা দেয়ার পর পর মেরুব্রা সৈকতে সার্ফিং করতে নেমে পড়েন স্থানীয়রা। সৈকতগুলোতে বেয়ামও করতে দেখা গেছে অনেককে। তবে তিন সৈকত খুলে দিলেও সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্রসৈকত এখনও বন্ধ রাখা হয়েছে।  সৈকত খুলে দেয়ার বিষয়ে দেশটির সরকার বলছে, করোনার সংক্রমণ কমে গিয়ে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। তাই নাগরিকদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে সমুদ্রসৈকত খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

    দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, সমুদ্রসৈকত খুলে দিলেও এখনও লকডাউন শিথিল করা হচ্ছে না। আগের মতোই বিধিনিষেধ মেনে চলতে হবে নাগরিকদের। ব্যবসায়ীদের কমপক্ষে আরও চার সপ্তাহ শাটডাউন মেনে চলতে হবে।  এদিকে সরকারের এমন সিদ্ধান্তের মধ্যেই অস্ট্রেলিয়ার তিনটি বৃহত্তম রাষ্ট্র নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডে গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, সোমবার বেলা ২টা পর্যন্ত অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৬ হাজার ৬১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭১ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ২৫৮ জন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !