সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    জেলে করোনা আতঙ্কে প্রিন্সেস বাসমাহ!


    কোভিড-১৯ আতঙ্কে কারাগারে দিনযাপন করছেন সৌদি আরবের প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ। কারাগারে তার সঙ্গী মেয়েও করোনা সংক্রমণের ভয়ে আছেন। 

    বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ধরনের অভিযোগ ছাড়াই মেয়েসহ এক বছর ধরে জেলে বন্দি আছেন ৫৬ বছর বয়সী প্রিন্সেস বাসমাহ। কারামুক্তির জন্য তিনি আবেদন জানালেও এতে সাড়া দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

    জানা গেছে, প্রিন্সেস বাসমাহ ও তার মেয়ে রিয়াদের আল-হাইর কারাগারে বন্দি আছেন। এর মধ্যে ওই কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। প্রিন্সেস বাসমাহ ও তার মেয়ে করোনায় আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কায় আছেন বলে পরিবার জানিয়েছে।

    তবে এ বিষয়ে সৌদির কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত বছরের মার্চে রহস্যজনকভাবে 'অদৃশ্য' হয়ে যান প্রিন্সেস বাসমাহ। এর পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সুদর্শনী বাসমাহ সৌদি রাজপরিবারের রহস্যময় চরিত্র।  সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্সেস বাসমাহকে নারী অধিকার ও সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক হিসেবে দেখা হয়।

    গত মাসে এক টুইটে প্রিন্সেস বাসমাহ দাবি করেন, তাকে অপহরণের পর কোনো অভিযোগ ছাড়াই কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তার সঙ্গে নিজের ২৮ বছর বয়সী মেয়েও রয়েছে।  তিনি আরও জানান, তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। এ অবস্থায় তিনি মারাও যেতে পারেন।

    তাই তিনি সৌদির বাদশাহ ও যুবরাজের কাছে মুক্তির আবেদন জানান। প্রিন্সেস বাসমাহর ওই টুইট পরে মুছে ফেলা হয়। দীর্ঘদিন ধরে কারাবন্দি বাসমাহর মুক্তির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !