Wednesday, August 27.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

নতুন কোনো কোভিড-১৯ রোগী ধরা পড়েনি নিউজিল্যান্ডে!

.com/

মার্চের মাঝামাঝি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে থাকে নিউজিল্যান্ডে। সেই থেকে প্রতিদিনই দীর্ঘ হচ্ছিল আক্রান্তের তালিকা। তবে, আজ সোমবার আশার কথা শুনিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় নিউজিল্যান্ডে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। খবর আলজাজিরার।

১৬ই মার্চের পর এই প্রথম নিউজিল্যান্ডে কোনো নতুন কোভিড-১৯ রোগী ধরা পড়েনি।  সরকার লকডাউন কড়াকড়ি করায় এবং দেশের মানুষ সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলায় এ সাফল্য এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার বিস্তার কমতে থাকায় গত সপ্তাহে দেশটিতে লকডাউন শিথিল করা হয়।

স্বাস্থ্য বিভাগের মহাসচিব অ্যাসলে ব্লুমফিল্ট বলেন, এটা আমাদের সাফল্য বলতে হবে, কারণ মৃত্যুসংখ্যা ২০ এর মধ্যে আটকাতে পেরেছি। উল্লেখ্য, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৮৭ জন হলেও মারা গেছে মাত্র ২০ জন। গত মঙ্গলবার থেকে লকডাউন শিথিল করা হলেও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনা রোগী পাওয়া যায়নি নিউজিল্যান্ডে। 

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1