ভারতের আবহাওয়া পূর্বাভাসে পাকিস্তানের অঞ্চলের তথ্য!
দুই চিরশত্রু পাক-ভারত |
মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতেও চলছে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক লড়াই। এবার সেই লড়াইয়ে ভিন্ন এক মাত্রা যোগ করল ভারত।
উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়ার পূর্বাভাসে এবার যুক্ত করা হলো পাকিস্তানশাসিত অঞ্চল গিলগিট-বালতিস্তান এলাকার তথ্য।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, সাধারণত ওই অঞ্চলের পূর্বাভাসে জম্মু ও কাশ্মীরের কথা বলা হয়ে থাকে। কিন্তু গত মঙ্গলবার থেকে পূর্বাভাসে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান এবং মুজাফ্ফরাবাদের নাম ধরে আবহাওয়া বার্তা দেয়া হয়।
কূটনীতিকদের মতে, এভাবে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে গিলগিট এবং বালতিস্তানকে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের অন্তর্গত এলাকা হিসেবে ঘোষণা দেয়া হলো। বিষয়টি নিঃসন্দেহে ইসলামাবাদকে অস্বস্তিতে ফেলবে।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট সে দেশের সংবিধান সংশোধন করে আগামী সেপ্টেম্বরে গিলগিট এবং বালতিস্তানে সাধারণ নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে।
বিষয়টি নিয়ে কড়া আপত্তি জানিয়ে এক বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ‘সম্পূর্ণ বেআইনি ভাবে গিলগিট ও বালতিস্তান জবরদখল করে রেখেছে পাকিস্তান। তাই সেখানে কোনো রকম প্রশাসনিক পরিবর্তন ঘটানোর অধিকার নেই পাক সরকারের।’
সেই প্রতিবাদের অংশ হিসেবেই গিলগিট-বালতিস্তানকে উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়া বার্তায় জায়গা দেয়া হয়েছে বলে ধারণে বিশ্লেষকদের। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসলামাবাদ।
প্রসঙ্গত, কাশ্মীরের উত্তরাংশে অবস্থিত গিলগিট-বালতিস্তান পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকলেও সেখানকার রাজনৈতিক কাঠামোয় স্বাধীনতার পথ উন্মুক্ত আছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.