আফগানিস্তানে হাসপাতালে হামলা এতিম শিশুদের দায়িত্ব নিলেন এক মা!
আফগানিস্তানের রাজধানী কাবুলে সম্প্রতি একটি মাতৃ সদনে তালেবান জঙ্গিদের বর্বরোচিত হামলায় নবজাতক, প্রসূতি ও নার্সসহ কমপক্ষে ২৪ জন নিহত হন।
ওই হামলায় মা হারা শিশুদের দায়িত্ব নিয়ে মানবতার এক অনন্য নজির গড়েছেন ফিরোজা ওমর (২৭) নামে এক মহীয়সী নারী। খবর বিবিসির।
পেশায় তিনি একজন মনোচিকিৎসক। কাবুলের দাস্তে-বার্চি মা ও শিশু হাসপাতালে হামলার সময় তিনি তার নবজাতককে বুকের দুধ খাওয়াচ্ছিলেন।
বিকট শব্দে তিনি কেঁপে ওঠেন। পরে হামলায় নবজাতক ও প্রসূতি মায়েদের মৃত্যুর খবরে মর্মাহত হন তিনি।
তার নিজেরও একটি চার মাস বয়সী দুগ্ধপোষ্য শিশু আছে, মা হারা শিশুগুলো কী নিদারুণ কষ্টে আছে- তা ভেবেই তিনি ছুটে যান পাশের আতাতুর্ক শিশু হাসপাতালে।
হামলার শিকার হাসপাতালটিতে থেকে উদ্ধার করে এখানে শতাধিক নবজাতক ও প্রসূতিকে ভর্তি করা হয়। যেসব শিশুর মা মারা গেছে এবং যাদের মা গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন- স্বেচ্ছায় তাদের দেখাশোনার দায়িত্ব নেন তিনি।
অনেক শিশু গুঁড়ো দুধ পান করতে চায় না, তাদের তিনি নিজের বুকের দুধ খাওয়ান। নিজের ছেলেকে বাবার কাছে রেখে তিনি হাসপাতালে এসে অনাথ শিশুদের দেখাশোনা করছেন।
প্রথম দিনই তিনি চার শিশুকে বুকের দুধ পান করিয়েছেন। শুধু তাই নয়, তার মতো অন্য মায়েদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। একই সঙ্গে অনাথ শিশুদের জন্য আর্থিক সহায়তারও আহ্বান জানিয়েছেন তিনি।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.