সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ইয়েমেন অভিমুখী ২২টি জাহাজ আটকের অভিযোগ!

    .com/proxy/

    সৌদি কর্তৃপক্ষ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনগামী অন্তত ২২টি জাহাজ আটক করেছে বলে দাবি করা হয়েছে। ইয়েমেনের হুদাইদা বন্দরের এক কর্মকর্তার বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ দাবি করেছে। 

    সংবাদমাধ্যমটির দাবি, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান বন্দরে নোঙর করে রাখা এসব জাহাজে করে জ্বালানিপণ্য এবং খাদ্যসামগ্রী নেয়া হচ্ছিল। 

    হুদাইদা বন্দরের ওই কর্মকর্তা ইরনাকে জানান, জাহাজগুলোতে গ্যাসোলিন ও ডিজেলসহ পাঁচ লাখ টনের বেশি তেলজাত পণ্য, আট হাজার টনের বেশি গ্যাস, ১০ হাজার টন আটা এবং ৯ হাজার টন চাল ছিল।

    যদিও এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানাতে পারেনি ইরানের এ সংবাদ সংস্থাটি।  এদিকে রোববার রাতে এডেন উপসাগর এবং ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লা উপকূলে একটি জাহাজে হামলা হয়েছে বলে জানা গেছে। 

    ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্সের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও আল অ্যারাবিয়া এ খবর জানিয়েছে।  ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স তাদের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে বলেছে, সোমবার গ্রিনিচ সময় সাড়ে ১২টায় হামলা হয়।

    ওই এলাকা দিয়ে নিজেদের জাহাজ চলাচলের ওপর সতর্কতা জারি করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির মধ্যেই গত ৮ এপ্রিল ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও তার মিত্ররা একতরফা যুদ্ধবিরতি পালন করবে বলে ঘোষণা দেয়।

    প্রসঙ্গত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানাসহ গোটা দেশ দখল করলে ২০১৪ সাল থেকে ইয়েমেন সংঘাত শুরু হয়। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট যখন হুতিদের দমনে অভিযান পরিচালনা করে, তখন থেকে দেশটিতে সহিংসতার পরিমাণ বেড়ে যায়।

    এ সংঘাতের ফলে হাজার হাজার বেসমারিক ইয়েমেনি মারা যান। এ ছাড়া সংঘর্ষের ফলে দেশটির মানবিক বিপর্যয় নেমে আসে। এতে লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটান। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !